ঢাকাশনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

গৃহবধূকে ধর্ষণ, সৌদি পালানোর সময় বিমানবন্দরে আসামিকে গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ , ১০:১৫ এএম


loading/img
ছবি: সংগৃহীত

ফেনীর সোনাগাজীতে গৃহবধূকে ধর্ষণ করে ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৬০ লাখ টাকা আদায়ের ঘটনায় দায়ের হওয়া মামলায় হারুনুর রশিদ ওরফে হারুন মিয়াজী (৩০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়েজীদ আকন।

আসামি হারুন মিয়াজী সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের চর সাহাভিকারী কাছারী পুকুর গ্রামের মিয়াজী বাড়ির রফিকুল ইসলাম মিয়াজীর ছেলে।

বিজ্ঞাপন

জানা যায়, মামলার প্রধান আসামি হারুনুর রশিদ ওরফে হারুন মিয়াজীকে সৌদি আরবে পালানোর সময় ২৫ ফেব্রুয়ারি চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় গ্রেপ্তার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সোনাগাজী থানার এসআই নিদুল চন্দ্র কপালীর নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছে থাকা গৃহবধূর আপত্তিকর ছবি এবং ভিডিও সংরক্ষিত ১টি মোবাইল ফোন ও ১টি মেমোরি কার্ড উদ্ধার করেছে পুলিশ।

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন বলেন, ‘হারুন মিয়াজীকে আদালতের মাধ্যমে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে এ মামলার ২ নম্বর আসামি জাকির হোসেন শুভকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।’

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |