ঢাকাবুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

রাজবাড়ীতে উদ্ধার হওয়ার ৮ দিন পর গন্ধগোকুল অবমুক্ত

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ 

রোববার, ০২ মার্চ ২০২৫ , ০৮:১৪ এএম


loading/img
ছবি: সংগৃহীত

রাজবাড়ীতে উদ্ধার হওয়ার ৮ দিন পর গন্ধগোকুল (স্থানীয়ভাবে যাকে ‘গাছ খাটাশ’ বলা হয়) অবমুক্ত করা হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (১ মার্চ) বিকেলে শহ‌রের শ্রীপুর এলাকায় গন্ধগোকুলটি অবমুক্ত করা হয়।

আরাম ঘরের প্রতিষ্ঠাতা লিটন চক্রবর্তী ব‌লেন, শ্রীপুর এলাকায় একটি গাড়ির ধাক্কায় গন্ধগোকুলটি আহত হয়। গন্ধ‌গোকুল‌টির মাথায় ও শরী‌রের স্থা‌নে আঘাতপ্রাপ্ত হয়। পরে আমি এটি উদ্ধার করে জ‌মিদার বাড়ি জীব‌বৈ‌চিত্র্য রক্ষা ক‌মি‌টির আশ্রয়ে নিয়ে আসি। গত ৮ দিন ধরে রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওমর ফারুকের পরামর্শে প্রাণীটির চিকিৎসা করা হয়। সুস্থ হয়ে উঠলে শনিবার বিকেলে এটি অবমুক্ত করা হয়।

বিজ্ঞাপন

গন্ধগোকুল অবমুক্ত করার সময় জীববৈচিত্র্য রক্ষা কমিটির নেতৃবৃন্দ সবাইকে প্রকৃতির বিরল প্রাণীগুলো রক্ষার আহ্বান জানান এবং আহত কিংবা বিপন্ন প্রাণী দেখলে দ্রুত উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।

অবমুক্তর সময় উপস্থিত ছিলেন, আরাম ঘরের প্রতিষ্ঠাতা লিটন চক্রবর্তী, আরাম ঘর জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপ‌তি ইঞ্জিনিয়ার শামীম চৌধুরী, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান দিলু, আরাম ঘর শিশু নিকেতনের সংগীত শিক্ষক রেজওয়ান হোসেন, নাট্যশিল্পী শাহ মো. আলমগীর।

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |