সিলেটে ছিনতাইয়ের চেষ্টাকালে দুজনকে আটক করেছে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর দেড়টার দিকে আম্বরখানা পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। পরে আটকদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
আটকরা হলেন, সিলেট নগরীর বালুচর এলাকার আলী আকবরের ছেলে আব্দুর রহিম ও শিবগঞ্জের হাতিমভাগ এলাকার নুরুল ইসলামের ছেলে রুহেল আহমদ।
স্থানীয় সূত্র জানায়, আখালিয়া থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে আম্বরখানা যাচ্ছিলেন এক ব্যবসায়ী। অটোরিকশাটি আম্বরখানার কাছাকাছি পৌঁছালে ওই ব্যবসায়ীকে ছিনতাইয়ের চেষ্টা করা হলে তিনি চিৎকার শুরু করেন। পরে পথচারীরা দুজনকে আটক করে। এ সময় দুই ছিনতাইকারী পালিয়ে যান। পরে আটক দুজনকে পুলিশে সোপর্দ করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান গণমাধ্যমকে বলেন, আটক দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরটিভি/এএএ