ঢাকামঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ১ জনের মৃত্যু

আরটিভি নিউজ

শনিবার, ০৮ মার্চ ২০২৫ , ০৯:৩৫ এএম


loading/img
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি বাসায় গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ একজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাত সোয়া ১টার দিকে রাজধানীর জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের নাম মোহাম্মদ হান্নান (৪০)। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে বলেন, গত ৩ মার্চ দগ্ধ অবস্থায় নারী শিশুসহ ৮ জনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এরমধ্যে শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় হান্নান এইচডিইউর ২২ নম্বর বেডে মারা যান। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

তিনি আরও বলেন, দগ্ধ অনেকেরই শ্বাসনালি পুড়ে যাওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক।

এর আগে, সোমবার (৩ মার্চ) ভোরের দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

বিজ্ঞাপন

দগ্ধদের মধ্যে একই পরিবারের পাঁচজন রয়েছে। তারা হলেন— রিকশাচালক মোহাম্মদ হান্নান, তার স্ত্রী নুরজাহান আক্তার লাকী, তাদের ছেলে সাব্বির, মেয়ে সামিয়া ও জান্নাত। 

এ ছাড়া আরেক পরিবারের ৩ জন রয়েছে। তারা হলেন সোহাগ, তার স্ত্রী রুপালি বেগম ও তাদের একমাত্র মেয়ে সুমাইয়া। 

আরটিভি/আইএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |