ঢাকাশুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

গুঁড়িয়ে দেওয়া হলো সাবেক কৃষিমন্ত্রীর ভাইয়ের অবৈধ ইটভাটা

স্টাফ রিপোর্টার (মৌলভীবাজার), আরটিভি নিউজ

রোববার, ০৯ মার্চ ২০২৫ , ০৬:৪৬ এএম


loading/img
ছবি: আরটিভি

পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্রসহ বৈধ কাগজপত্র না থাকায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে অবস্থিত সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদের ছোট ভাইয়ের মালিকানাধীন অবৈধ ইটভাটাটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
     
শনিবার (৮ মার্চ) দুপুর ২টার দিকে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সূত্রধরের নেতৃত্বে ও থানা পুলিশের সহযোগিতায় অবৈধ ইটভাটা চিহ্নিত করতে ভ্রামমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। 

বিজ্ঞাপন

এ সময় উপজেলার মুন্সিবাজারে অবস্থিত বিগত আওয়ামী লীগ সরকারের কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগ ও ব্রিকস অ্যাসোসিয়েশন অব কমলগঞ্জের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিকের মালিকানাধীন ইটভাটা ‘সাবারী ব্রিকস’ এর পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্রসহ বৈধ কাগজপত্রাধি না থাকায় বুলডোজার দিয়ে ইটভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়।
      
স্থানীয়রা জানান, এই ইটভাটা কোনো দিন লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছিল না। যা করেছেন তার বড় ভাইয়ের ক্ষমতাবলে।
       
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সূত্রধর বলেন, কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারের পরানধর গ্রামে অবস্থিত মেসার্স এস বি ব্রিকস (সাবারী ব্রিকস) মহামান্য হাইকোর্টের রিট পিটিশন ১৩৭০৫/২০২২-এর মামলার প্রেক্ষিতে বিভাগীয় কমিশনারের নির্দেশে ও জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় গুঁড়িয়ে দেওয়া হয়। 

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |