ঢাকাসোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

ঘোড়াঘাটে দুই ইটভাটাকে জরিমানা

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ 

রোববার, ০৯ মার্চ ২০২৫ , ১২:৩৬ পিএম


loading/img
ছবি: আরটিভি

দিনাজপুরের ঘোড়াঘাটে লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় দুটি ইটভাটাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। 

বিজ্ঞাপন

শনিবার (৮ মার্চ) বিকেল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঘোড়াঘাট পৌর শহরের চাম্পাতলি ও উপজেলার সিংড়া ইউনিয়ন বারোপাইকার গড় এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।  

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।  

বিজ্ঞাপন

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের করে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বেশ কিছু ইটভাটা মালিক ইট পোড়ানোর কার্যক্রম চালিয়ে আসছিল। 

এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘোড়াঘাট ইউএনও রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল-মামুন সরকারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এইচ বি এমকে ব্রিকসকে ১০ হাজার ও বি এইচ এনকে ব্রিকসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

তিনি আরও বলেন, এ ছাড়া ফায়ার সার্ভিসের সহযোগিতায় ফায়ার পাম্প মেশিন দিয়ে পানি ছিটিয়ে ইটভাটার আগুন নিভিয়ে কাঁচা ইট ধ্বংস করা হয়। এই এলাকার বেশির ভাগ ইটভাটাগুলো অনিয়ম করেই ইট পোড়ায়। পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে। 

বিজ্ঞাপন

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |