ঢাকাসোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

নারায়ণগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১০ মার্চ ২০২৫ , ০৩:০৯ এএম


loading/img
ছবি: আরটিভি

নারায়ণগঞ্জ শহরে তুচ্ছ ঘটনায় অপূর্ব (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। রোববার (৯ মার্চ) রাতে চাষাঢ়া বালুরমাঠ এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় সম্রাট (২৫) নামের একজনকে আটক করে পুলিশে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। 

বিজ্ঞাপন

নিহত অপূর্ব শহরের মাসদাইর এলাকার খোকনের ছেলে এবং আটক সম্রাট শহরের গলাচিপা এলাকার হোসেনের ছেলে। 

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজীব বলেন, রাত সাড়ে ৯টায় ধর্ষণবিরোধী মশাল মিছিল বের করি। সে মিছিলে অপূর্ব ছিলো, সে ছাত্রদল কর্মী। মিছিল শেষে সে বালুরমাঠ এলাকায় একটি চায়ের দোকানে ঝগড়া থামাতে গেলে তাকে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় ৩শ' শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উত্তেজিত জনতা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, নিহত ব্যক্তি ছাত্রদলের কেউ না। সে এক রেস্তোঁয়ায় কাজ করতো। মূলত তার সঙ্গে এক গার্মেন্টকর্মীর কথা কাটাকাটির একপর্যায়ে এই ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |