ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রাজবাড়ীর যুবক

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ 

বুধবার, ১২ মার্চ ২০২৫ , ১১:০১ এএম


loading/img
ছবি: সংগৃহীত

উন্নত জীবনের আশায় প্রায় ৯ মাস আগে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মহেন্দ্রপুর গ্রামের আব্দুল মাজেদ খান (২৯)। সোমবার মালয়েশিয়ার পেনাং শহরে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।

বিজ্ঞাপন

বুধবার (১২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন কালুখালির রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন।

জানা যায়, নিহত মাজেদ খান পরিবারের বড় ছেলে, মা-বাবা এবং ৫ বছরের একমাত্র মেয়েকে রেখে মালয়েশিয়ায় শ্রমিকের কাজ করতেন। নতুন ভিসার জন্য মেডিকেল পরীক্ষা করতে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় একটি গাড়ির ধাক্কায় তিনি নিহত হন।

বিজ্ঞাপন

মাজেদের পরিবারের সদস্যরা তার মরদেহ দ্রুত দেশে আনার দাবি জানিয়েছেন। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, বুধবার সকালেও নিহতের বাড়িতে মাতম চলছিল। তার মা শোকে বারবার জ্ঞান হারাচ্ছেন এবং স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন।

নিহতের বাবা মোয়াজ্জেম খান বলেন, আমার ছেলে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আমরা চাই, সরকার যেন তার মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা করুক সরকার।

বিজ্ঞাপন

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন বলেন, বিষয়টি সম্পর্কে পারিবারিক সূত্রে জেনেছেন। তবে সংশ্লিষ্ট ইউপি সদস্যকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |