ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

রেলস্টেশন থেকে অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫ , ০৭:৫৫ পিএম


loading/img

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলস্টেশন থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে গোয়ালন্দ রেলওয়ে ফাঁড়ি পুলিশ। বৃহস্পতিবার দৌলতদিয়া রেলস্টেশন প্ল্যাটফর্ম হতে মরদেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ আ. রাজ্জাক।

স্থানীয় দোকানদাররা জানান, পাঁচ দিন আগে কে বা কারা তাকে এখানে বসিয়ে রেখে চলে গেছে তা জানা সম্ভব হয়নি। তিনি অসুস্থ, চলাফেরা করতে পারতেন না। একই স্থানে বসে থাকতেন। স্থানীয় লোকজন জুস বা অন্যান্য খাবার দিলে তিনি তাই খেতেন। ভালোভাবে কথা বলতে পারতেন না। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।

বিজ্ঞাপন

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট রেল স্টেশনের পয়েন্টস ম্যান (ভারপ্রাপ্ত) আবু রায়হান বলেন, ‘লোকটি পাঁচদিন যাবৎ পড়ে আছেন। তার নাম, ঠিকানা জিজ্ঞেস করলেও তিনি কিছুই বলতে পারতেন না। ক্ষুধা লাগলে আশপাশের দোকানদাররা খাবার দিতেন। তিনি ঠিকানা বলতে না পারায় আমরা তার কোনো ব্যবস্থা করতে পারিনি।’

এ ব‍্যাপারে গোয়ালন্দ রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ আ. রাজ্জাক বলেন, ‘লোকটি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তিনি কথা বলতে পারতেন না। সেজন্য তার নাম ঠিকানা পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের জন্য আমরা চেষ্টা করছি।’

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |