নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি এলাকার পাইনাদী নতুন মহল্লার নিজ বাসভবনের সামনে থেকে মানসিক প্রতিবন্ধী রিমা আক্তার (২৬) হারিয়ে গেছেন। তিন দিন ধরে তাকে খোঁজাখুঁজি করে কোথাও পাচ্ছে না তার পরিবার।
বিজ্ঞাপন
নিখোঁজ রিমা আক্তারের বাবা খন্দবার দিলু জানান, গত বুধবার (১২ মার্চ) সকাল ৭টার দিকে তার মেয়ে বাসা থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। তার পরনে ছিল হালকা গোলাপি রঙের জামা। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় জিডি করেছেন তিনি।
রিমা আক্তারের সন্ধান পেলে ০১৮৯৩৭৮৯৬৮০/০১৩০৫৫৮০৮৫৭ নম্বরে জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞাপন
আরটিভি/ ডিসিএনই