ঢাকাসোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ১

আরটিভি নিউজ

রোববার, ১৬ মার্চ ২০২৫ , ১১:১২ এএম


loading/img
সংগৃহীত ছবি

মাদারীপুরের রাজৈরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেকজন।

বিজ্ঞাপন

শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় টেকেরহাট-শাখারপাড় আঞ্চলিক সড়কের চর মোস্তফাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সরোয়ার মুনশি (৪৫) বদরপাশা ইউনিয়নের শংকরদী গ্রামের মৃত তবারেক মুনশির ছেলে। আহত ফরহাদ মুনশি (৫০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তারা সম্পর্কে মামা-ভাগনে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মামা-ভাগনে মোটরসাইকেলযোগে চর মোস্তফাপুর থেকে টেকেরহাট যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সরোয়ার মারা যান। 

বিজ্ঞাপন

পরে গুরুতর আহত ফরহাদকে উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
 
নিহতের মামাতো ভাই বিটু মুন্সি জানান, সরোয়ার একটু পাগলাটে স্বভাবের ছিলেন ও ভালোভাবে মোটরসাইকেল চালাতে পারতেন না। দুর্ঘটনার সময় তিনিই মোটরসাইকেল চালাচ্ছিলেন।
 
এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন মারা গেছেন, আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুরে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি/এফএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |