ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

নারীকে গলা চেপে প্রাণনাশের হুমকি, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৬ মার্চ ২০২৫ , ০৬:০৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

জামালপুরে এক নারীকে গলা চেপে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম সুমনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক নারী।

বিজ্ঞাপন

রোববার (১৬ মার্চ) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক।

এ ঘটনায় শুক্রবার ভুক্তভোগী জান্নাতুল ফেরদৌস বন্যা বাদী হয়ে সদর থানায় সুমনসহ ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে মামলা করেন। 

বিজ্ঞাপন

জানা যায়, বৃহস্পতিবার শহরের রেলওয়ে স্টেশন সংলগ্ন শাহপুর এলাকায় জাহাঙ্গীর আলমের বাড়িতে জমি বেদখল করা দিয়ে স্থানীয় যুবলীগ নেতা আরিফুল আলম চিকু ও তার লোকজন বাড়িঘর ভাঙচুর করে জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণ শুরু করেন। এ সময় বিষয়টি জাহাঙ্গীরের মেয়ে জান্নাতুল ফেরদৌস বন্যা থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরিফুল আলম চিকুকে আটক করে। পরে তাকে ভ্যানে উঠিয়ে থানায় নিয়ে আসতে চাইলে চিকুর মামাতো ভাই জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম সুমন লোকজন নিয়ে চিকুকে ছাড়িয়ে নেন। বিষয়টি নিয়ে জান্নাতুল ফেরদৌস বন্যা প্রতিবাদ করতে গেলে সুমন তার গলা চেপে ধরে মেরে ফেলার হুমকি দেন এবং গালমন্দ করেন। 

এ বিষয়ে ভুক্তভোগী জান্নাতুল ফেরদৌস বন্যা বলেন, আমার ক্রয়কৃত জমি যুবলীগ নেতা চিকু ছাত্রদল নেতাকে আর্থিকভাবে প্রভাবিত করে তার পক্ষে নিয়ে অবৈধ বেদখল করে সীমানাপ্রাচীর নিমার্ণের চেষ্টা চালান। পুলিশকে বিষয়টি অবহিত করার পর তারা চিকুকে আটক করে। ছাত্রদল নেতা প্রভাব দেখিয়ে আসামিকে ছিনিয়ে নেয়। মামলা করার পর তাদের অব্যাহত হুমকির মধ্যে আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি। আমাদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

তবে ঘটনা সম্পর্ক জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম সুমন বলেন, বন্যার প্লটের সঙ্গে আমার ফুফাতো ভাই চিকু ৭ থেকে ৮ বছর আগে এক দশমিক ৩৭ পয়েন্ট জমি ক্রয় করে স্থানীয় হীরার কাছ থেকে। ৩৭ পয়েন্ট জমি নিয়ে চিকু এবং বন্যার মধ্যে বিভেদ চলছিল। ঘটনার দিন আমি বিচারকের ভূমিকায় ছিলাম। তবে পুলিশ এসে চিকুকে আটক করলে স্থানীয়রা তাকে ছিনিয়ে নেয়। বন্যার গলা চেপে প্রাণনাশের হুমকি সত্য নয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে গাড়ি থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাটি স্বীকার করে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, জমি নিয়ে মারামারির ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। গাড়ি থেকে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগের পর তাৎক্ষণিক সেখানে গিয়ে একজনকে আটক করা হয়েছিলো। কিন্তু ওই ব্যক্তি অপরাধী না হওয়ায় তাকে পুলিশই ছেড়ে দিয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। 

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |