ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

চট্টগ্রামে সালিশি বৈঠকে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

রোববার, ১৬ মার্চ ২০২৫ , ০১:৩৩ এএম


loading/img
ছবি: আরটিভি

চট্টগ্রামের কর্ণফুলীতে সালিশি বৈঠকে মো. সোহানুর রহমান প্রকাশ রোকন (২৫) নামের এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চরলক্ষ্যা (২ নম্বর ওয়ার্ড) চৌরাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

শনিবার (১৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ।

আহত সোহানুর রহমান রোকন ওই এলাকার বর্তমান ইউপি সদস্য নুর মোহাম্মদ মেম্বারের ছেলে। রোকন উপজেলা ছাত্রদলের রাজনীতি করত বলে জানা যায়। আহত রোকন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৫ম তলার ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

আহত রোকনের বাবা ইউপি সদস্য নুর মোহাম্মদ বলেন, শুক্রবার তারাবি নামাজের পরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটি সালিশি বৈঠক হয়। সেখানে আমি ও আমার ছেলে উপস্থিত ছিলাম। বৈঠকের শেষের দিকে স্থানীয় মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এক ভাড়াটিয়ারা আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে মাথায় ছুরিকাঘাত করে। আমার ছেলের মাথায় এখন পর্যন্ত ১৩টি সেলাই হয়েছে। 

এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান ইউপি সদস্য আহত রোকনের বাবা নুর মোহাম্মদ মেম্বার।

এ ব্যাপারে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |