আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ঝালকাঠির সেলিম তালুকদারের নবজাতক কন্যার নতুন নাম রাখলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (১৭ মার্চ) দুপুরে ঝালকাঠি শহরের কবিরাজ বাড়ি এলাকার নানা বাড়িতে শহিদ সেলিম তালুকদারের নবজাতক কন্যাকে দেখতে যান জামায়াতের আমির। এ সময় তিনি নবজাতকের নাম রাখেন সায়মা সেলিম। পবিত্র রমজান মাসে জন্মগ্রহণ করায় সিয়াম শব্দ থেকে তিনি এই নামকরণ করেন।
জামায়াত আমির ডা. শফিকুর রহমান এই নবজাতকের লালন-পালন, শিক্ষা ও ভবিষ্যতে যাবতীয় ব্যয়ভার বহনসহ তার বিয়ে পর্যন্ত দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। গত জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সন্তান সেলিম তালুকদার। পরে চিকিৎসাধীন অবস্থায় ১ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।
গত ৯ মার্চ শহীদ সেলিমের স্ত্রী সুমি আকতার ঝালকাঠি শহরের একটি বেসরকারি ক্লিনিকে একটি কন্যা সন্তানের জন্ম দেন। এই নবজাতককে দেখতেই মূলত জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সোমবার হেলিকপ্টারযোগে ঝালকাঠি আসেন। শহীদ সেলিমের শ্বশুরের বাসায় শহীদ সেলিমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি শহীদ সেলিমের স্ত্রী সুমি আক্তারের কোলে নবজাতক কন্যা শিশুকে দেখে আবেগাপ্লূত হন। এর পূর্বে ঝালকাঠি প্রেস ক্লাব চত্বরে এক পথসভায় বক্তব্য রাখেন জামায়াতে আমির শফিকুর রহমান।
পথসভায় জামায়াত আমির বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে শুরু করে ২০২৪ এর গণঅভ্যুত্থান পর্যন্ত মানুষ হত্যাকারী জালিমের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বিচার নিয়ে কোন সময়ক্ষেপণ মেনে নেওয়া হবেনা। আগামী নির্বাচনে জামায়াতকে নির্বাচিত করলে জামায়াত নেতাদের দুনিয়ায় সম্পদ বৃদ্ধি পাবেনা বরং আখেরাতের সম্পদ বাড়াবে।
ঝালকাঠি জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুর ইসলাম মাসুদ, বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার ও ঝালকাঠি-২ আসনের জামায়াতের এমপি প্রার্থী শেখ নেয়ামুল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আরটিভি/এমকে-টি