সাভারের আশুলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। রোববার রাতে আশুলিয়া ইউনিয়নের আউকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সোমবার (১৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানা ওসি (তদন্ত) কামাল হোসেন।
পুলিশ জানায়, রোববার রাতে আশুলিয়ার আউকপাড়া এলাকায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করেন তার প্রতিবেশী ভাড়াটিয়া মিলন মিয়া। পরে শিশুটি চিৎকার করলে এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে গণপিটুনি দিয়ে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে।
আটক মিলন মিয়া রংপুর জেলার মিঠাপুকুরর থানার লালপুকুর গ্রামের খোকা মিয়ার ছেলে।
এ ঘটনায় আশুলিয়া থানা ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।
আরটিভি/এমকে