ঢাকার সাভারে সুলতান হোসেন সাগর নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সাভার পৌরসভার সিআরপি এলাকায় হত্যাকাণ্ড ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ।
সুলতান হোসেন সাগর সাভার পৌরসভার ডগরমোড়া এলাকার মৃত তসলিম উদ্দিনের ছেলে ও পেশায় রং মিস্ত্রি ছিলেন।
নিহত সাগরের বন্ধু মাহিদুল হাসান জানায়, ১০ থেকে ১২ জন সন্ত্রাসী সাগরকে ডগরমোড়া এলাকা থেকে ধাওয়া করে সিআরপি তিন রাস্তা মোড়ে নিয়ে উপর্যুপরি কুপিয়ে সজ্ঞাহীন অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে এনাম মেডিকেল কলেজের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. রাকিব আল মাহমুদ শুভ জানান, রাত ১১টা ৪০ মিনিটে রোগীকে সজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে আনা হয়। পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়। তার শরীরে একাধিক ক্ষত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
নিহত সাগরের মা জানান, তার ছেলে কলেজে লেখাপড়া করলেও জীবিকার তাগিদে পড়াশোনা বন্ধ করে রং মিস্ত্রি পেশা বেছে নেন। তার ছেলেকে যারা মেরেছে তাদের উপযুক্ত বিচার দাবি করেন তিনি।
হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে হাসপাতালে আসেন ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) অফিসার ইনচার্জ জালাল উদ্দিন। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
আরটিভি/কেএইচ