চট্টগ্রাম ফটিকছড়ির দাঁতমারার মোহাম্মদ রমজান (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার দাঁতমারা ইউপির শান্তিরহাট বাজারের পশ্চিম পাশে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন মো. হাসান নামের আরো এক যুবক।
বুধবার (১৯ মার্চ) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফটিকছড়ির দাঁতমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই দেওয়ান সামসুদ্দিন।
নিহত যুবক মোহাম্মদ রমজান একই এলাকার পূর্ব তারাখোঁ গ্রামের মৃত হানিফের কনিষ্ঠ সন্তান।
নিহতের ভাই মো. বাদশা বলেন, আমার ভাইকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সে বাড়িতে আমাদের গরু-ছাগল দেখাশোনা করতো। আমরা ঘটনাস্থলে না থাকায় নিশ্চিত করে বলতে পারছিনা তাকে কে বা কারা মেরেছে। আশা করি, প্রশাসন এ ঘটনার সুষ্ঠু তদন্ত করবে। দুটি গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটেছে বলে জেনেছি। ইতোপূর্বে একই এলাকায় হত্যাকাণ্ডের মতো আরও ঘটনা ঘটেছে।
এ বিষয়ে দাঁতমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই দেওয়ান সামসুদ্দিন বলেন, ঘটনার পরপরই আহত হাসান নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য প্রাথমিকভাবে আটক করা হয়েছে। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে কাজ করছে।
আরটিভি/এমকে/এস