• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

অনলাইন ডেস্ক
  ২০ জানুয়ারি ২০১৮, ০৯:৪০

বগুড়ায় মালবাহী ট্রাকের ধাক্কায় দুই পথচারী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও দুই পথচারী। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যার আগে শহরের চারমাথা বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হতাহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আব্দুল জলিল। তিনি মানিকগঞ্জের সবুজদিয়া পাটুরিয়া গ্রামের মহিদুল ইসলামের ছেলে।

বগুড়া শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের কর্মকর্তা উপ-পরিদর্শক (টিএসআই) আশুতোষ বিষয়টি নিশ্চিত করে জানান, চারমাথা বাস টার্মিনাল থেকে রংপুরে যাওয়ার জন্য বগুড়া-রংপুর মহাসড়কের পাশে চারজন দাঁড়িয়েছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই পথচারী নিহত এবং অন্য দুইজন আহত হন। আহতদের উদ্ধার করে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেল নির্মাতার ছেলে
বগুড়ায় কারা হেফাজতে আ.লীগ নেতার মৃত্যু
রূপসা সেতুতে উল্টে গেল বেপরোয়া চালবাহী ট্রাক
ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২