১৫ বছর আগের গাছ কাটা নিয়ে বিরোধের জেরে আবু জাফর (৫৫) নামে এক ব্যক্তিকে হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার জীবননগর পাড়ায় এ ঘটনা ঘটে।
শুক্রবার (২১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দীন মৃধা।
নিহত আবু জাফর মৃত খেলাফত হাজির ছেলে। এ ঘটনায় নিহতের ছোট ছেলে আলমগীর একটি হত্যা মামলা করেন।
এজাহার সূত্রে জানা গেছে, পূর্বপরিকল্পিতভাবে আবু জাফরকে তার বাড়ি থেকে সালিশের নামে ডেকে নিয়ে যায় প্রতিপক্ষরা। ১৫ বছর আগে একটি গাছ কাটা ও জমি নিয়ে ওই সালিশ ডাকা হয়। সালিশের জন্য রাতে আবু জাফরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় স্থানীয় খেলাফত হাজির ছেলে আব্দুল আলী ও আমির মাতুব্বরের ছেলে সজিব। পরে বাগবিতণ্ডার একপর্যায়ে একই এলাকার আব্বাস মাস্টার, আমির মাতুব্বর ও তার ছেলে সজিব, তরিকুলসহ কয়েকজন লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। উপর্যপুরি কিল-ঘুসি ও গোপনাঙ্গে আঘাত লেগে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আবু জাফর। হত্যাকাণ্ডের ঘটনায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৪ থেকে ৫ জনকে আসামি করে মামলা করেছেন নিহতের ছেলে আলমগীর।
আসামিরা হলেন- জীবননগরপাড়ার আব্বাস মাস্টার, জিয়াউর রহমান ওরফে জিয়া ডাক্তার, নতুন কোলা গ্রামের জহুরুল ইসলাম, আব্দুল মজিদ, ডালভাঙ্গা গ্রামের শাহিন গাইন, সামন্তা গ্রামের (চারাতলাপাড়া) ফারুক হোসেন, আমির মাতুব্বর, তার ছেলে সজিব, জীবননগরপাড়ার দ্বীন মোহাম্মদ, ইসমাইল হোসেন, বাগদিয়া আইট গ্রামের সেলিম শহিদসহ ১৩ জন।
এ বিষয়ে মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দীন মৃধা বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। ১৫ বছর আগে একটি গাছ কাটা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে শুনেছি।
আরটিভি/এমকে/এস