• ঢাকা শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১
logo

যশোরে আজও ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নিহত

যশোর প্রতিনিধি

  ২১ জানুয়ারি ২০১৮, ১০:০৪

যশোরে আজও গুলিবিদ্ধ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, নিহত ব্যক্তি একজন সন্ত্রাসী। দু’দল সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে।

রোববার ভোরে যশোর সদর উপজেলার রঘুরামপুর গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতের পরিচয় এখনও জানা যায়নি।

যশোর কোতোয়ালি মডেল থানার এসআই খবির উদ্দিন জানান, রোববার ভোরে পুলিশ খবর পায় যশোর সদর উপজেলার রঘুরামপুর গ্রামে দু’দল সন্ত্রাসী বন্দুকযুদ্ধে লিপ্ত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে এক সন্ত্রাসীর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য পুলিশ নিহত সন্ত্রাসীর মরদেহ যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে ১টি দেশি তৈরি ওয়ানশুটার গান, ১ রাউন্ড গুলি, ৫টি গুলির খোসা, ৫টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এর আগে শনিবার ভোরে যশোর সদর ও ঝিকরগাছা উপজেলা থেকে চার ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গা ক্যাম্পে দেড় শতাধিক ঘর পুড়ে ছাই, শিশু নিহত
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ব্যবসায়ী নিহত
পিরোজপুরে বাসচাপায় শালা-দুলাভাই নিহত
মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত