ঢাকাসোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

রোগীদের মাঝে ছাত্রদলের সেহরি বিতরণ

ববি প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ , ১২:২৮ এএম


loading/img
ছবি: আরটিভি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাউফল পৌর শাখার আহ্বায়ক কমিটির সাবেক সদস্য জুবায়ের আল মামুনের উদ্যোগে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেহরি বিতরণ করা হয়েছে। ব্যতিক্রমী এই আয়োজন সকলের কাছেই প্রশংসা পেয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ মার্চ) মোট ৭০ জন রোগীর মাঝে সেহরির খাবার বিতরন করেন তারা। 

ছাত্রদল সব সময়ই মানুষের পাশে আছে জানিয়ে আয়োজকেরা বলেন, আমরা মানুষের হয়েই কাজ করতে যেতে চাই। রোগীদের খাবারের নানান ধরনের কষ্ট হয়, তারপরেও অনেকে রোজা থাকে। তাদের নিয়েই চিন্তাভাবনা থেকে আমাদের আজকের আয়োজন। আমরা চাই মানুষ ধর্মের দিকে আসুক, সত্যের পথেই চলুক। আমরা ২৪-এর আন্দোলনের মাঝে যেই স্বাধীনতা পেয়েছি সেটা ধরে রাখতে হলে প্রত্যেককে প্রত্যেকের পাশে দাঁড়াতে হবে, আমরা সেই চেষ্টাই করছি।

বিজ্ঞাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থী ও জনগণের যৌক্তিক দাবি অধিকার আদায় কাজ করে থাকে ,ন্তব্য করে ছাত্রদলের সাবেক সদস্য জুবায়ের আল মামুনের বলেন, রমজান আমাদের সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। অনেক রোগী ও স্বজন আছেন, যারা আর্থিক সংকটে ঠিকমতো সেহেরি করতে পারেন না। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। 

তিনি আরও বলেন, আজকে পবিত্র লাইলাতু শবে কদর বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা বিভিন্ন জায়গা থেকে স্বাস্থ্যত সেবা গ্রহণ করে থাকেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনেকের বাড়ি যাওয়ার সুযোগ হয় না। এরই পরিপ্রেক্ষিতে বাউফল পৌর ছাত্রদলের উদ্যোগে রোগীদেরকে সেহরি বিতরণ করেছি। ছাত্রদল একজন ক্ষুদ্র কর্মী হিসেবে সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |