ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা আসবে না: মোস্তাফিজুর বাবুল 

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৯ মার্চ ২০২৫ , ০৭:১৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার চাই। যে সরকার নিরাপদ সমাজ উপহার দেবে, আইনের শাসন ন‍্যায়বিচার কায়েম করবে; কৃষক, শ্রমিক, ব‍্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের স্বার্থ সংরক্ষণ করবে। নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হবে না। 

বিজ্ঞাপন

সম্প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় মেলান্দহ উপজেলার ৬ নম্বর আদ্রা ইউনিয়নের পূর্ব বাঘাডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, হাজার হাজার ছাত্র, শ্রমিক, জনতা জীবন দিয়ে বাংলাদেশকে স্বৈরশাসক থেকে ও ফ‍্যাসিবাদী শাসন থেকে মুক্ত করেছে। দেশের ভালোর জন্যই এখন সবার আগে সংসদ নির্বাচন দেওয়াটা জরুরি। 

বিজ্ঞাপন

সভায় ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ আজিজুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ঊপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু, সাবেক সদস্য সচিব আলহাজ নুরুল আলম সিদ্দিকী, উপজেলা কৃষকদলের সভাপতি মতিউর রহমান বাবলুসহ স্থানীয় নেতারা।

অনুষ্ঠিত ইফতার মাহফিলে দলের তৃণমূলের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। 

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |