চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ভোলদিঘি গ্রামে ইসলামপ্রেমী যুবকদের উদ্যোগে রমজান মাসজুড়ে গ্রামের প্রায় ৪০ জন ছাত্রকে কীভাবে সঠিকভাবে নামাজ আদায় করতে হয়, সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। শুধু তাই নয়, এই সময়ে সব ছাত্রের পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করাও নিশ্চিত করা হয়।
শনিবার (২৯ মার্চ) গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কার্যক্রমের সফল সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও ভোলদিঘি কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আবুল কালাম। ইঞ্জিনিয়ার ফয়সাল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রোগ্রামে গ্রামের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় প্রতিনিধিগণও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক আবুল কালাম তার বক্তব্যে যুবকদের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং নিয়মিত নামাজ আদায়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘এ ধরনের কার্যক্রম যুব সমাজকে সঠিক পথে চালিত করতে এবং ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে অত্যন্ত সহায়ক।’
ইসলামপ্রেমী যুবকদের এই উদ্যোগ গ্রামের সাধারণ মানুষের কাছ থেকেও ব্যাপক সাড়া পেয়েছে। এই উৎসাহে উদ্বুদ্ধ হয়ে আয়োজক কমিটি ইতিমধ্যেই আরেকটি নতুন কর্মসূচি হাতে নিয়েছে। ঘোষণা করা হয়েছে, যারা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, তাদের মাঝে আকর্ষণীয় বাইসাইকেল পুরস্কার প্রদান করা হবে। এ ঘোষণা গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
আয়োজক কমিটির অন্যতম সদস্য সাখাওয়াত হোসেন জানান, ‘আমাদের প্রধান লক্ষ্য হলো যুব সমাজকে ইসলামের সঠিক পথে আকৃষ্ট করা এবং তাদের মধ্যে ধর্মীয় অনুশাসন মেনে চলার আগ্রহ সৃষ্টি করা। গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন আমাদের এই কার্যক্রমকে আরও এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করছে।’
তিনি আরও জানান, এই পুরো কার্যক্রম বাস্তবায়নের জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন। ইসলামপ্রেমী যুবকদের এই প্রশংসনীয় উদ্যোগ নিঃসন্দেহে অন্যান্য এলাকার যুব সমাজকেও অনুপ্রাণিত করবে এবং সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনয়নে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।