ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

ভালুকায় মাহিন্দ্রা ট্রাক ও মিনিবাসের সংঘর্ষ, নিহত ১ 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ৩০ মার্চ ২০২৫ , ০৫:৪৫ পিএম


loading/img
ছবি: আরটিভি

ময়মনসিংহের ভালুকায় মাহিন্দ্রা ট্রাক ও মিনিবাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (৩০ মার্চ) সকালে উপজেলার কাঁঠালী পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহগামী লেনে চ্যাম্পিয়ন পরিবহনের একটি মিনিবাস একটি মাহিন্দ্রা ট্রাককে ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে লাগে। মিনিবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় একজন অজ্ঞাত বৃদ্ধ নারী নিহত হন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী এসে উদ্ধার কাজ করে।

বিজ্ঞাপন

এ বিষয়ে ভরাডোবা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, সড়ক দুর্ঘটনায় একজন বৃদ্ধা নিহত হয়েছেন। আহতের সংখ্যা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |