বেড়েই চলছে আগুন পোহাতে গিয়ে মৃতের সংখ্যা
রংপুরে শৈত্যপ্রবাহ আর হিমেল বাতাসে সবচেয়ে বিপাকে পড়েছে সহায় সম্বলহীন হতদরিদ্র পরিবারগুলো। শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আরো দুই নারী মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩ জনে।
নিহতরা হলেন মিঠাপুকুরের সোমা বেগম ও দিনাজপুরের চাদনী বেগম। এদের মধ্যে সোমা বেগম ভোরে এবং চাদনী বেগম সকালে মারা যান।
এদিকে শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ আরো ৫৬ জন চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
--------------------------------------------------------
আরও পড়ুন: গণতন্ত্র নয়, রাজাকার উদ্ধারে আন্দোলন করবে বিএনপি: তথ্যমন্ত্রী
--------------------------------------------------------
রংপুর মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. মারুফুল ইসলাম জানান, বর্তমানে ৫৬ জন নারী ও শিশু অগ্নিদগ্ধ হয়ে বার্ন ইউনিটে ভর্তি হয়েছে।
এদিকে বার্ন ইউনিটে বেড সংখ্যা কম হওয়ায় অগ্নিদগ্ধ রোগীদের ফ্লোরে রাখতে হচ্ছে। অগ্নিদগ্ধরা বেশীর ভাগ দরিদ্র হওয়ায় অনেকেই প্রয়োজনীয় ওষুধ কিনতে পারছেন না।
জানুয়ারির প্রথম থেকেই সারাদেশে শীতের তীব্রতা বেড়ে যায়। দেশের উত্তরপশ্চিমাঞ্চলের ওপর দিয়ে বয়ে চলা তীব্র শৈত্য প্রবাহের মধ্যে গেলো ৮ জানুয়ারি পঞ্চগড়ের তেঁতুলিয়ার তাপমাত্রা সব রেকর্ড ভেঙে ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে।
আরও পড়ুন:
এসএস
মন্তব্য করুন