ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫ , ০৬:৩৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

লোহাগাড়ায় খুঁটির সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। ওই যুবকের নাম মো. অনিক (১৮)। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১ এপ্রিল) বড়হাতিয়া ইউনিয়নের সেনের হাটের দক্ষিণ পাশে ব্রিজের ওপর বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার এসআই সীমান্ত।

বিজ্ঞাপন

নিহত অনিক বড়হাতিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নুরুল কবিরের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আবদুল আজিজ বলেন, খুঁটির সঙ্গে ধাক্কা লেগে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয় অনিক। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে মৃত ঘোষণা করার পর স্বজনেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার এসআই সীমান্ত বলেন, সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। মরদেহ পরিবার নিয়ে গেছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |