অতিরিক্ত ভাড়া আদায়, হানিফ পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার (রাজশাহী), আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ , ০৫:০৯ পিএম


অতিরিক্ত ভাড়া আদায়, হানিফ পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা
ছবি: আরটিভি

রাজশাহীতে ঈদ পরবর্তী কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে হানিফ পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুরে রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশে এ অভিযান পরিচালিত হয়। বিআরটিএ’র রাজশাহী বিভাগীয় অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন এ অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, ‌‌অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য হনিফ পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। টিকিটের গায়ে লেখা আছে ৮২০ টাকা। কিন্তু ননএসি ভাড়া হবে ৬৯০ টাকা। এ ছাড়াও অনেক যাত্রীদের কাছে থেকে ৯০০ থেকে ১০০০ টাকারও বেশি ভাড়া নেওয়া হচ্ছে। যাত্রীরা বিপাকে পড়ে বেশি ভাড়া বেশি দিতে বাধ্য হচ্ছে। 

বিজ্ঞাপন

তিনি বলেন, এ বিষয়ে হানিফ কাউন্টারের দায়িত্বরতদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সরাসরি অস্বীকার করেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন হানিফ পরিবহনের চারটি গাড়িকে সড়ক পরিবহন আইনের ২০১৮ এর ৩৪ ও ১০২ ধারার অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তাৎক্ষণিক ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন। 

এর আগে ভাড়ার চার্ট না টাঙানো ও বেশি ভাড়া নেওয়ার অভিযোগে হনিফ পরিবহনকে সতর্কতা করা হয়েছিল।

বিজ্ঞাপন

এ ছাড়াও মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে গাড়ি গতি নিয়ন্ত্রণ, কাগজপত্র চেকিংসহ বিভিন্ন অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিআরটিএ এর কর্মকর্তাবৃন্দ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission