বগুড়ার নবাব পরিবারের পুত্র সৈয়দ নবাব আসফ আলীর স্ত্রী মিসেস শাফিয়া আসফ আলী (৭৯) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (৪ এপ্রিল) সকাল ৬টা ৪৫ মিনিটে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
মিসেস শাফিয়া আসফ আলী আতিয়া টি এস্টেট, সোনারূপা টি এস্টেট, ধামাই টি এস্টেট, আসফ টেক্স লিমিটেড এবং অপশোরা রিয়েল এস্টেটের চেয়ারম্যান ছিলেন।
তিনি তার কর্মজীবনে বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে ব্যবসায়িক মহলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
একজন অত্যন্ত দয়ালু ও শক্তিশালী নারী হিসেবে তিনি সবার কাছে প্রশংসিত ছিলেন। তার ব্যক্তিত্ব, মানবিক গুণাবলী এবং কর্মের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন।
তিনি চার সন্তান, নয় নাতি-নাতনি, দুই জামাতা এবং এক পুত্রবধূ রেখে গেছেন।
বাদ জুমাহ গুলশান সোসাইটি মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে সমাহিত করা হয় তাকে।
আরটিভি/এএএ