ময়মনসিংহের ফুলপুরে এক টিকটকারের কথাতে ভিডিও করতে গিয়ে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সৌরভ ক্ষত্রিয় উপজেলার পাতিলগাঁও গ্রামের জুটন ক্ষত্রিয়ের ছেলে। সে পাতিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র ছিলেন। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শনিবার (৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার ওসি আব্দুল হাদী।
জানা যায়, হাকিম নামে একজন টিকটকার ঝুঁকিপূর্ণ ডোবাতে সৌরভকে লাফ দিতে বলে আর সেই দৃশ্য ভিডিও ধারণ করতে উৎসাহ দেয়। গত ২৯ মার্চ শনিবার সেই কথা অনুসারে লাফ দিতে গিয়ে সৌরভের পায়ে লোহার রড ঢুকে যায়। এ ঘটনায় সৌরভ চিকিৎসাধীন অবস্থায় ৪ এপ্রিল শুক্রবার মারা যায়। এ বিষয়ে শনিবার নিহতের মা রানু ক্ষত্রিয় টিকটকার আব্দুল হাকিমের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
নিহতের পরিবার জানায়, আব্দুল হাকিম নামে একজন পেশাদার টিকটকারের কথাতে ভিডিওতে অংশ নিতে গিয়ে পায়ে মারাত্মক আঘাত পায় শিশু সৌরভ। এ ঘটনায় তার শরীরে প্রচুর রক্তক্ষরণ হয়। প্রথমে চিকিৎসার জন্য স্থানীয় সরকারি হাসপাতালে এবং ৫ দিন পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ময়মনসিংহের এসকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।
এ বিষয়ে ফুলপুর থানার ওসি আব্দুল হাদী বলেন, হাকিম নামে একজন পেশাদার টিকটকারের প্ররোচণায় সৌরভের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ছেলে হত্যার বিচার চেয়ে নিহতের মা রানু ক্ষত্রিয় বাদী হয়ে অভিযুক্ত টিকটকারের বিরুদ্ধে মামলা করেছেন।
আরটিভি/এমকে