ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত সামুদ্রিক কচ্ছপ

কুয়াকাটা প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৬ এপ্রিল ২০২৫ , ০৯:০৬ পিএম


loading/img
ছবি: আরটিভি

পটুয়াখালীর কুয়াকাটার লেবুর বন সংলগ্ন সমুদ্র সৈকতে ভেসে এসেছে একটি মৃত সামুদ্রিক কচ্ছপ।

বিজ্ঞাপন

রোববার (৬ এপ্রিল) বিকেলে বড় আকৃতির এই কচ্ছপটিকে প্রথম দেখতে পান পর্যটকরা। খবর পেয়ে আশপাশের জেলেরা ও কৌতুহলী লোকজন ঘটনাস্থলে ছুটে আসে।

স্থানীয় জেলেরা জানান, কচ্ছপটির গায়ে জালের দাগ দেখা গেছে। তাদের ধারণা, এটি মাছ ধরার জালে আটকে শ্বাসরোধ হয়ে মারা গেছে এবং পরে স্রোতের টানে তীরে ভেসে এসেছে।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, কচ্ছপটি সম্ভবত অলিভ রিডলি (Olive Ridley Sea Turtle) প্রজাতির। বৈজ্ঞানিক নাম Lepidochelys olivacea। এই প্রজাতির কচ্ছপ বিশ্বব্যাপী হুমকির মুখে রয়েছে এবং এটি আইইউসিএন রেড লিস্টে ‘Vulnerable’ হিসেবে তালিকাভুক্ত। এরা সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় সাগরে বাস করে এবং প্রতিবছর সৈকতে এসে ডিম পাড়ে। বাংলাদেশে কক্সবাজার এবং কুয়াকাটা উপকূলীয় এলাকায় এদের মাঝে মাঝে দেখা যায়।

1000093748

প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় সামুদ্রিক কচ্ছপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে সমুদ্র দূষণ, জেলেদের জালে আটকে পড়া এবং সমুদ্রপৃষ্ঠের পরিবর্তনের কারণে এদের অস্তিত্ব আজ হুমকির মুখে।

বিজ্ঞাপন

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটি একটি সামুদ্রিক সরীসৃপ। চেলোনিডি পরিবারের অন্তর্গত। চামড়া হলুদ থেকে বাদামি রঙের হয় এবং খোসা সাধারণত লালচে বাদামি হয়। এ কচ্ছপ প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত লিঙ্গের কোনো বাহ্যিক পার্থক্য দেখা যায় না। সবচেয়ে স্পষ্ট পার্থক্য হলো- প্রাপ্তবয়স্ক পুরুষদের পুরু লেজ এবং মহিলাদের তুলনায় ছোট প্লাস্ট্রন থাকে (নিম্ন খোলস)।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |