ঢাকারোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বরকত উল্লাহ বুলু গুরুতর অসুস্থ, নেওয়া হয়েছে ঢাকায়

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৬ এপ্রিল ২০২৫ , ১০:৪৮ পিএম


loading/img
ছবি: আরটিভি

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী বরকত উল্লাহ বুলু নোয়াখালীর গ্রামের বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (৬ এপ্রিল) সন্ধ্যা ৬টায় তাকে সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের মির্জানগর গ্রামের বাড়ি থেকে অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী মেডিকেল কলেজের শিক্ষক ও ড্যাবের জেলা সভাপতি সাইফুল ইসলাম।

বিজ্ঞাপন

বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষ্যা চন্দ্র দাস বলেন, বরকত উল্লাহ বুলু ঈদের পরের দিন বেগমগঞ্জের বিভিন্ন এলাকায় কয়েকটি কর্মসূচিতে যোগ দেন। নিজ নির্বাচনী এলাকায় এসে টানা বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন। শনিবার তিনি জ্বরে আক্রান্ত হন। তার প্রকট শ্বাসকষ্ট দেখা দেয়।

এ বিষয়ে বরকত উল্লাহ বুলু প্রথমে ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছিলেন। পরে তার শ্বাসকষ্ট দেখা দেয়, যেটি নিউমোনিয়ার দিকে যাচ্ছে। এ ছাড়া তিনি দীর্ঘদিন থেকে ডায়াবেটিসেও ভুগছেন। সে কারণেই ঢাকায় পাঠানো হয়েছে।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |