ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে তৌহিদি জনতার ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
জোহরের নামাজের পর শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এর আগে আশেপাশের মসজিদ থেকে মুসল্লিরা মিছিল সহকারে এসে বিক্ষোভ মিছিলে শরিক হন।
মিছিলকারীরা ইসরায়েল ও তার দোসরদের আমেরিকার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ইসরায়েলের পণ্য বয়কটের আহ্বান জানান। একই সময় জেলার বিভিন্ন উপজেলায়ও ইসরায়েল বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
আরটিভি/এএএ