গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিশ্বব্যাপী তুমুল প্রতিবাদ বিক্ষোভে ইসরাইলের আগ্রাসী শক্তির মোকাবিলা করতে হবে।
ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তিনি বলেন, ফিলিস্তিনি নারী পুরুষ, শিশু সন্তানদের ওপর বর্বরোচিত ইসরায়েলি হামলায় বিশ্ব মানবতা চুপ করে বসে থাকতে পরে না। তিনি ইসরায়েলের হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘকে সক্রিয় হবার আহবানও জানান।
সোমবার (৭ এপ্রিল) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার যুগলী ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমরান সালেহ প্রিন্স দেশের পরিবর্তিত পরিস্থিতিতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশ ও জাতির মুক্তির জন্য দীর্ঘ লড়াই সংগ্রামের পর ফ্যাসিবাদের পতন ঘটলেও এখনো পরিপূর্ণ বিজয় অর্জিত হয়নি। বরং ষড়যন্ত্র চক্রান্ত চলছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থেকে পরিপূর্ণ বিজয়ের জন্য কাজ করতে হবে।
বর্তমান সরকারকে দ্বিধা ও সংশয়ের মধ্যে না থেকে এ বছরের মধ্যেই নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে, জনগণের চাহিদা উপেক্ষা করার সুযোগ নেই। শেখ হাসিনা জনগণের চাহিদা উপেক্ষা করতে গিয়ে গণশত্রুতে পরিণত হয়েছিল। এই বিষয়টি মাথায় নিয়ে অন্তর্বর্তী সরকারকে কাজ করতে হবে। নির্বাচন প্রলম্বিত করার জন্য দীর্ঘদিন অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় রেখে অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করতে একটি মহল বিশেষ তৎপর। নিজেদের সুবিধার জন্য তারা জনসম্পৃক্তহীন ইস্যু নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করছে। নোবেল বিজয়ী ড. মুহম্মদ ইউনূসকে বিষয়টি অনুধাবন করে তার সরকারে পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে দ্রুত নির্বাচনের রোড ম্যাপ দিতে হবে। অন্যথায় জনগণের চাপে বিএনপিকে তার পথ খুঁজে নিতে হবে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে প্রিন্স বলে, ঘরে ঘরে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে, জনগণের সাথে নিবিড় সম্পর্ক গড়তে হবে। এজন্য বিএনপির সকল কর্মকাণ্ডে সব শ্রেণিপেশার মানুষকে সম্পৃক্ত করতে হবে। মনে রাখতে হবে- বিএনপি জনগণের দল, জনগণের মধ্যে বিএনপির ভিত অধিকতর শক্তিশালী করতে হবে। দলের মধ্যে কেউ যদি বিপথগামী হয় তাদের বোঝাতে হবে, সংশোধন না হলে সে যত ত্যাগী নেতাই হোক না কেন, দল তাকে আশ্রয় দেবে না। উল্টো তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।
তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, জনগণের সেবক হয়ে রাজনীতি করতে হবে, প্রভু নয়। কিছু পাওয়ার জন্য বিএনপির রাজনীতি নয়, জনগণ ও দেশকে দেওয়ার জন্যেই বিএনপির রাজনীতি।
স্থানীয় ঘোষবেড় ঈদগাহ ময়দানে উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায় কর্মী সভায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরফান আলী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আবদুল হাই, আলী আশরাফ, কাজী ফরিদ আহমেদ পলাশ, মিজানুর রহমান, শফিকুর রহমান, মোনায়েম হোসেন খান খোকন, হালুয়াঘাট পৌর বিএনপির সদস্য সচিব আবদুল আজিজ খান, বিএনপি নেতা অধ্যাপক মেহেবুবুর রহমান মুকুল, অধ্যক্ষ আশরাফুল ইসলাম, আবুল কাশেম, অধ্যাপক শাহজাহান মাহমুদ, আবদুস সাত্তার, আল আমিন চমক, আবদুল জলিল, মুকতাদির হোসেন, সবুজ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
আরটিভি/একে-টি