ঢাকাসোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

চট্টগ্রামে ছাদ থেকে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ , ০২:০৩ পিএম


loading/img
ছবি: আরটিভি

চট্টগ্রামের ফটিকছড়িতে তিন তলার ছাদ থেকে নিচে পড়ে মোহাম্মদ আবুল হাশেম (৫৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে উপজেলার কাঞ্চননগর ৪ নম্বর ওয়ার্ডের শিল্প পাড়ার আব্দুল শুক্কুর সরদার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আবুল হাশেম কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ইন্দ্রারচর এলাকার মৃত মো. আবুল গফুরের ছেলে। তিনি গ্রামীণ ব্যাংক কাঞ্চননগর শাখার ব্রাঞ্চ ম্যানেজারের পদে দায়িত্বরত ছিলেন এবং ওই বাড়িতে ভাড়ায় থাকতেন।

বিজ্ঞাপন

জানা যায়, নিহত আবুল হাশেম সকালে তিন তলা ছাদের বেলকনি থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা দেখতে পেয়ে ফটিকছড়ি থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত নিচে পড়ে গেছেন তিনি।

ফটিকছড়ি থানার এসআই রাজ্জাক বলেন, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করি। পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরে বিস্তারিত জানানো যাবে।


আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |