ময়মনসিংহের গোয়েন্দা শাখায় ওসিদের ঘন ঘন বদলি নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। শেখ হাসিনার সরকার পতিত হওয়ার পরে আ.লীগের দোসরদের গ্রেপ্তারের বিষয়টি যখন জোরালো হচ্ছে ও পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে অসন্তোষের দানা বাধছে সেই মুহূর্তে নগরীর গুরুত্বপূর্ণ দপ্তর গোয়েন্দা শাখার ওসিদের ঘনঘন বদলি করা হচ্ছে। গত ৫ আগস্টের পর এ পর্যন্ত গোয়েন্দা শাখার তিনজন অফিসার ইনচার্জকে (ওসি) বদলী করা হয়। বর্তমানে নতুন ওসি যোগদান না করাই জেলার অতিরিক্ত এক পুলিশ কর্মকর্তা এ শাখা সামলাচ্ছেন।
ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম জানিয়েছেন নিয়মতান্ত্রিক অনুযায়ী জনস্বার্থে ওসিদের বদলি করা হয়েছে।
সূত্র মতে, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ আগস্টের পর গত ৯ আগস্ট তাকে বদলি করা হয়। এমতাবস্থায় নবাগত ওসি হিসেবে যোগ দেন শহিদুল ইসলাম তাকেও ১৮ জানুয়ারি বদলি হতে হয় খাগড়াছড়িতে। এরপর আবুল হোসেন নামে আরেকজন ওসি এ শাখায় যোগদান করেন। এর পর ২৪ মার্চ অর্থাৎ মাত্র দুই মাসের ব্যবধানে তিনিও বদলী হন নগরীর ৩ নং পুলিশ ফাঁড়িতে। এ নিয়ে ৫ আগস্টের পরে ৩ জন গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদলী হন।
সূত্র বলছে , দেশের ৮ম বিভাগীয় জেলা ও সিটি করপোরেশনে নানাবিধ অপরাধ মাদক, কিশোর অপরাধ, হত্যা, ছিনতাইসহ বিভিন্ন আতঙ্ক রয়েছে। দীর্ঘ ১৫ বছর অনেক হত্যাকাণ্ডের তদন্তে এবং বিচারে আলোর মুখ দেখেতে পায় নাই নগরবাসী। ৫ আগস্টের পর বিগত আ.লীগ সরকারের সময় বিতর্কিত কর্মকাণ্ডের মুল হোতারা রয়ে গেছে এখনো অধরা। এ নিয়ে নগরীর বিভিন্ন রাজনৈতিক ও সচেতন মহলে রয়েছে ক্ষোভ।
সচেতন নাগরিক মহল বলছেন, একজন ওসি থানায় যোগদান করার সাথে সাথেই তাকে বদলি করা হলে কাজের অনেক শূন্যতা সৃষ্টি হয়। নতুন এসে ঐ থানার সার্বিক অবস্থা সম্পর্কে জানতে জানতেই তো কয়েক মাস সময় লেগে যায়।
বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্য সচিব আলী হোসেন বলেন, ফ্যাসিবাদ ও তাদের দোসরদের এখনো ধরাছোঁয়ার বাইরে। তারা এলাকায় ঘাপটি মেরে বসে আছে। জুলাই আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি।
জেলা গোয়েন্দা শাখা থেকে সাম্প্রতিক সময়ে বদলী হওয়া শহিদুল ইসলাম জানান, একজন আ.লীগ নেতার হোটেলে অসামাজিক কার্যকলাপে কারণে তাকে গ্রেপ্তার সেই অভিযোগে আমাকে বদলী করা হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এম এম মোহাইমেনুর রশিদ বলেন, জেলা গোয়েন্দা শাখার সার্বিক বিষয়টি জেলা পুলিশ সুপার মহোদয় দেখেন আমি শুধু অতিরিক্ত দায়িত্ব হিসাবে লজিস্টিক সাপোর্ট দিচ্ছি।
আরটিভি/এএএ