ঢাকারোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

গাজীপুরে সাফারি পার্ক থেকে লেমুর চুরির ঘটনায় গ্রেপ্তার ১

আরটিভি নিউজ

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ০৯:২০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

গাজীপুর সাফারি পার্ক থেকে বিশ্বব্যাপী বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী তিনটি রিংটেইল লেমুর চুরির ঘটনায় দেলোয়ার হোসেন তওসীফ (২২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার শ্যামবাজারে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি পুরুষ রিংটেইল লেমুর উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

শুক্রবার (১৮ এপ্রিল) জামালপুর জেলার সদর থানাধীন দড়িহামিপুর আকন্দ বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ মার্চ রাত ১১টা থেকে পরের দিন ভোর সাড়ে ৫টার মধ্যে গাজীপুর সাফারি পার্কের লামচিতা ঘর-০১ নামক বেষ্টনীর জাল কেটে দুটি পুরুষ রিংটেইল লেমুর ও একটি স্ত্রী রিংটেইল লেমুর চুরি করা হয়। এ ঘটনায় সাফারি পার্ক কর্তৃপক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে গাজীপুরের শ্রীপুর থানায় একটি মামলা রুজু হয়।

বিজ্ঞাপন

এরপর বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অনুরোধে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ঢাকা মেট্টোপলিটন পুলিশ তদন্ত শুরু করে। বিভিন্ন তথ্য-উপাত্তের সহযোগিতায় গত ১৮ এপ্রিল জামালপুর জেলার সদর থানাধীন দড়িহামিপুর আকন্দ বাড়িতে অভিযান চালিয়ে লেমুর চুরির ঘটনার সঙ্গে জড়িত মো. দেলোয়ার হোসেন তওসীফকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে চুরি হওয়া একটি পুরুষ রিংটেইল লেমুর উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন। বাকি দুটি লেমুর উদ্ধার ও অন্যান্য আসামিদের গ্রেপ্তারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

আরটিভি/আরএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |