চট্টগ্রামের বাঁশখালীতে চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত আদিব (২৩) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় প্রশাসন ও পুলিশ।
শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চানপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আদিব পুকুরিয়া ইউনিয়নের চানপুর এলাকার গাজী বাড়ির বাসিন্দা আবুল কাশেমের ছেলে। তিনি চট্টগ্রাম নগরীর এমইএস কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
জানা যায়, দীর্ঘদিন ধরে আদিব এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহ করে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে অর্থের বিনিময়ে তা বিক্রি করে আসছিলেন। অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্নপত্র সরবরাহ করে অসাধু উপায়ে শিক্ষার্থীদের সহায়তা করছিল।
আটকের পর আদিবকে জিজ্ঞাসাবাদ চলছে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন ও অন্যান্য ডিভাইস পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানায় প্রশাসন।
আরটিভি/এএএ/এস