নারায়ণগঞ্জের ঐতিহাসিক ফতুল্লা ডিআইটি মাঠে দীর্ঘ প্রায় ১৭ বছর পর সমাবেশ করেছে বিএনপি।
শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে ফতুল্লা থানা বিএনপির উদ্যোগে এ সমাবেশ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সমাবেশকে ঘিরে দুপুর ১২টা থেকেই নেতাকর্মীরা ডিআইটি মাঠে আসতে থাকেন। বিকেল ৩টার আগেই নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিলে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, আজহারুল ইসলাম মান্নান ও যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব। সভাপতিত্ব করেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু। সঞ্চালনায় ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।
এ বিষয়ে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেও আমাদের নেতাকর্মীরা নিস্তেজ হয়ে যায়নি। এ সমাবেশ ফতুল্লার মাটিতে ইতিহাস রচনা করেছে। সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে।
সফলভাবে সমাবেশ সম্পন্ন হয়েছে জানিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, দীর্ঘ প্রায় ১৭ বছর পর নারায়ণগঞ্জের ঐতিহাসিক ফতুল্লা ডিআইটি মাঠে বিএনপি সমাবেশ করেছে। এ সমাবেশ নেতাকর্মীদের অনুপ্রেরণা জুগিয়েছে।
উল্লেখ্য, সবশেষ ২০০৮ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ মাঠে নির্বাচনী জনসভায় অংশ নিয়েছিলেন।
আরটিভি/এমকে