• ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
logo

টঙ্গীতে আগুনে পুড়ে গেছে ৩০টি ঘর

টঙ্গী প্রতিনিধি

  ২৩ জানুয়ারি ২০১৮, ০৯:৫১

গাজীপুরে টঙ্গী রেলওয়ে বস্তিতে আগুনে পুড়ে গেছে ৩০টি ঘর।

সোমবার রাত পৌনে ২টার দিকে এ আগুন লাগে। তবে এ আগুনে কেউ হতাহত হয়নি।

জানা গেছে, শীত নিবারণে খড়কুটো দিয়ে আগুন জ্বালানো হয়েছিল। এতে থেকেই আগুনের সূত্রপাত।

টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আতিকুর রহমান জানান, রাতে শীত নিবারণে খড়কুটো দিয়ে আগুন জ্বালান বস্তির কয়েকজন লোক। অসাবধানতাবশত একটি ঝুপড়ি ঘরে আগুন লেগে তা পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।

তিনি জানান, পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে আগুনে বস্তির ৩০টি টিনের ঘর পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

আরও পড়ুন

জেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খুলনায় পাটের বস্তার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট 
গাজীপুরে কারখানায় আগুন
চট্টগ্রামে ফোমের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
সাভারে পোশাক কারখানার গোডাউনে আগুন