• ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
logo

ডাকাত-ডিবি পুলিশ ‘বন্দুকযুদ্ধ’, ৩ পুলিশ আহত

কুমিল্লা উত্তর প্রতিনিধি

  ২৩ জানুয়ারি ২০১৮, ১০:৩৯

কুমিল্লায় নৌ-ডাকাতদের সঙ্গে ডিবি পুলিশের ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে। এতে ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় অস্ত্র ও গুলিসহ এক নৌ-ডাকাতকে আটক করে পুলিশ।

সোমবার বিকালে জেলার দাউদকান্দি উপজেলার কৃষ্ণপুর এলাকায় গোমতী নদীতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সংঘবদ্ধ একটি নৌ-ডাকাত দল দীর্ঘদিন ধরে গোমতী নদী এলাকায় ডাকাতি ও ছিনতাই, অপহরণসহ নানা অপরাধ সংঘটিত করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেনের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার বিকেলে নদীর দাউদকান্দি উপজেলার কৃষ্ণপুর এলাকায় অভিযান চালায়। ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় পুলিশও ৪০ রাউন্ড শর্টগান ও ১৩ রাউন্ড পিস্তলের গুলি ছুঁড়ে।

সংঘবদ্ধ ডাকাতদলের অনেকে পালিয়ে গেলেও পুলিশ শাওন (২০) নামের এক ডাকাতকে আটক করতে সক্ষম হয়।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, ডিবি’র এসআই শাহ কামাল আকন্দ পিপিএম, এসআই সহিদুল ইসলাম আহত হন।

পুলিশ ঘটনাস্থল থেকে ১টি একনলা কাটা বন্দুক, ৯টি রাম-দা, ৬ রাউন্ড গুলি, ডাকাতির জন্য ব্যবহৃত ২টি নৌকাসহ দেশিয় অস্ত্র উদ্ধার করে।

আরও পড়ুন

জেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে বন্দুকযুদ্ধে ৩৬ মাওবাদী নিহত
রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএফের ৩ সদস্য নিহত
মালয়েশিয়ায় বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ নিহত ৩
সাজেকে ইউপিডিএফ ও জেএসএসের ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ, শিশু গুলিবিদ্ধ