• ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
logo

দেবরের বিরুদ্ধে ভাবিকে ধর্ষণচেষ্টার অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি

  ২৩ জানুয়ারি ২০১৮, ১২:১১

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় এক গৃহবধূকে (২৫) ধর্ষণচেষ্টার অভিযোগে তার দেবরের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার সন্ধ্যায় উল্লাপাড়া মডেল থানায় এ মামলা দায়ের করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামী তিন মাস ধরে জেলহাজতে থাকার সুযোগে দেবর ইমাম গাজী তার কাছাকাছি আসার চেষ্টা করে।

একপর্যায়ে দেবর তাকে কুপ্রস্তাব দিলে তিনি তা প্রত্যাখ্যান করেন এবং এলাকাবাসীকে ঘটনাটি জানালে তারা ইমাম গাজীকে মারধর করে।

গেলো ২০ জানুয়ারি দুপুরে ওই গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালায় ইমাম গাজী। এসময় গৃহবধূ চিৎকার করলে সে পালিয়ে যায়। পরে তিনি বিষয়টি গ্রামের মাতব্বরকে জানালে দেবর ইমাম গাজী তাকে হত্যার হুমকি দেয়।

উল্লাপাড়া মডেল থানার ওসি (তদন্ত) মো. গোলাম মোস্তফা জানান, ধর্ষণের চেষ্টার কথা শুনেছি। এ বিষয়ে সোমবার ওই গৃহবধূ থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

জেবি/জেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাহবাগ মেট্রো স্টেশনের নিচে ১০ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১
ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক দলের কেউ নয়, দাবি জেলা যুবদলের
কুমিল্লায় শিশু ধর্ষণের পর হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
ডাকাতির সময় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৭