নিষিদ্ধ ছাত্রলীগের দু’গ্রুপের কথা-কাটাকাটি, ছুরিকাঘাতে যুবক নিহত

আরটিভি নিউজ 

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ , ১০:২৩ এএম


নিষিদ্ধ ছাত্রলীগের দুগ্রুপের কথা কাটাকাটি, ছুরিকাঘাতে যুবক নিহত
ছবি: সংগৃহীত

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের দু’গ্রুপের কথা-কাটাকাটির জেরে এক যুবক নিহত হয়েছেন। ওই যুবকের নাম তুষার আহমদ চৌধুরী (১৯)। মঙ্গলবার রাত ১০টায় নগরীর শাহী ঈদগাহ ভ্যালি সিটি আবাসিক এলাকা-সংলগ্ন দলদলি চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বুধবার (১৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান।

নিহত তুষার আহমদ চৌধুরী নগরীর রায়নগর বসুন্ধরা আবাসিক এলাকার অ্যাডভোকেট সাজেদ আহমদ চৌধুরী ছেলে ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী ছিলেন। তিনি আত্মগোপনে থাকা সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিধান কুমার সাহার গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

জানা যায়, হত্যাকাণ্ডের ২ ঘণ্টার মাথায় জাবেদ আহমদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১২টায় নগরীর আম্বরখানা বড়বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, দলদলি চা বাগান এলাকায় ছাত্রলীগের দুগ্রুপের কথা কাটাকাটির জেরে তুষারকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এ সময় চা বাগানের শ্রমিকরা বাঁচাও, বাঁচাও চিৎকার শুনে এসে রক্তাক্ত অবস্থায় তুষারকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠান। সেখানে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তুষার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর রাত ১২টায় অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission