• ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
logo

চুনারুঘাটে র‌্যাবের সঙ্গে ডাকাতের গোলাগুলি, আহত ৩

চুনারুঘাট সংবাদদাতা

  ২৩ জানুয়ারি ২০১৮, ১৫:৫৮

চুনারুঘাটে ডাকাতিকালে র‌্যাবের সঙ্গে ডাকাতের গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় তিন ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার পৌর শহরের পীরেরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় গুলিবিদ্ধসহ নয় ডাকাতকে আটক করেছে র‌্যাব। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।

এসময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

--------------------------------------------------------
আরও পড়ুন: বাসায় ফিরেছেন আইভী
--------------------------------------------------------

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, দিনগত রাত সাড়ে তিনটার দিকে পীরেরবাজার এলাকার আব্দুল কদ্দুছ মাস্টারের বাসায় ১০-১৩ জনের একদল ডাকাত প্রবেশের চেষ্টা করে।

এসময় ওই বাড়ির লোকজন চিৎকার শুরু করে। তাদের চিৎকারে ঢাকা থেকে সিলেট যাওয়ার সময় র‌্যাব ১০-এর সদস্যরা গাড়ি নিয়ে পেছনে এসে ডাকাত দলের ডাকাতির চেষ্টা দেখতে পায়।

এসময় ডাকাত দল তাদের লক্ষ্য করে গুলি করলে র‌্যাব সদস্যরা পাল্টা গুলি করেন। এতে তিন ডাকাত গুলিবিদ্ধ হয়।

গোলাগুলির শব্দ পেয়ে এলাকাবাসী ও চুনারুঘাট থানার মোবাইল টিম ঘটনাস্থলে যায়। এ সময় র‌্যাব সদস্যরা নয় ডাকাতকে আটক করে এবং আহত তিনজনকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অন্য ছয় ডাকাতকে চুনারুঘাট থানায় জিজ্ঞাসাবাদ চলছে।

আরও পড়ুন

জেবি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডাকাতিয়া নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেপ্তার
ডাকাতির সময় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৭
নিহত লেফটেন্যান্ট তানজিমের বাবা-মায়ের হাতে ফ্ল্যাটের চাবি হস্তান্তর