• ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
logo

পাবনায় প্রেমিকার স্বামীকে গলা কেটে হত্যা

পাবনা প্রতিনিধি

  ২৩ জানুয়ারি ২০১৮, ১৬:৩৬

নিখোঁজের তিন মাস পর পাবনার সাঁথিয়ায় আবু সাইদ (২৭) নামে এক যুবকের বিচ্ছিন্ন মস্তক উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার উপজেলার করমজা ইউনিয়নের খয়েরবাগান গ্রামের একটি ডোবা থেকে এই মস্তক উদ্ধার করা হয়।

নিহত আবু সাইদ একই ইউনিয়নের আতিয়াপাড়া গ্রামের মমতাজ আলীর ছেলে।

হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফকরুল, রাজীব ও শামীম নামের তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার স্বীকারোক্তি দিয়েছেন বলেও জানিয়েছে পুলিশ।

পাবনার পুলিশ সুপার জিহাদুল কবীর জানান, আতিয়াপাড়া গ্রামের ফকরুলের স্ত্রীর সঙ্গে নিহত আবু সাইদের পরকীয়া সম্পর্ক ছিল এমন সন্দেহে ফকরুল তাকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা বাস্তবায়নে রাজীব, শামীমসহ কয়েকজন মাদকাসক্ত যুবককে দুই লাখ টাকার বিনিময়ে ভাড়া নেন তিনি। গত ৩০ অক্টোবর সন্ধ্যায় আবু সাইদকে বাড়ি থেকে ডেকে শ্বাসরোধে হত্যা করা হয়। হত্যার পর ফকরুলের ইচ্ছায় মরদেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করেন তারা।
--------------------------------------------------------
আরও পড়ুন: রুপা হত্যার সাক্ষ্যগ্রহণ সম্পন্ন
--------------------------------------------------------

পুলিশ সুপার আরো জানান, দীর্ঘদিন নিখোঁজ থাকায় গত ৪ ডিসেম্বর সাঁথিয়া থানায় একটি জিডি করে আবু সাইদের পরিবার। পুলিশি অনুসন্ধানে হত্যাকাণ্ডে রাজীবের জড়িত থাকার প্রমাণ মেলে। রাজীবের স্বীকোরোক্তি অনুযায়ী পরবর্তীতে শামীম ও ফকরুলকে গ্রেপ্তার করার পর মঙ্গলবার খয়েরবাগান গ্রামের ডোবা থেকে আবু সাইদের মস্তক উদ্ধার হয়।

তবে সাইদের রক্তমাখা পোশাক উদ্ধার হলেও মরদেহ পাওয়া যায়নি বলেও জানান তিনি।

এ ঘটনায় আরো কয়েকজনের জড়িত থাকার প্রমাণ পেলেও তদন্তের স্বার্থে তা জানাতে অপারগতা প্রকাশ করে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।


আরও পড়ুন:

জেবি/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই গণহত্যা তদন্তে সব মোবাইল কোম্পানিকে সহায়তার নির্দেশ
ডা. ফয়েজ হত্যায় হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
চট্টগ্রামে স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যা, স্বামী আটক 
কুমিল্লায় শিশু ধর্ষণের পর হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড