• ঢাকা শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১
logo

পর্যটনের স্বার্থবিরোধী কোনো উদ্যোগ নেওয়া হবে না: শাহজাহান কামাল

কক্সবাজার প্রতিনিধি

  ২৩ জানুয়ারি ২০১৮, ১৮:৫২

কক্সবাজার জাতির জন্য গর্বের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারের প্রতি দুর্বল। তিনি কক্সবাজারের উন্নয়নে স্থানীয়দের মতামত প্রত্যাশা করেন। তাই স্থানীয়দের সঙ্গে কথা না বলে পর্যটন স্বার্থবিরোধী কোনো উদ্যোগ নেয়া হবে না। বললেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল।

--------------------------------------------------------
আরও পড়ুন: সিলেট কারাগারে জঙ্গি দুলালের মৃত্যু
--------------------------------------------------------

মঙ্গলবার বেলা ১২টার দিকে কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন।

সভার শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনায় স্থান পায় মোটেল শৈবাল বেসরকারি খাতে লিজ দেয়ার বিষয়টি। এ লিজের বিরুদ্ধে তাদের মতামত উপস্থাপনার পাশাপাশি মন্ত্রীকে স্মারকলিপি প্রদান করে বিক্ষোভ প্রদর্শন করে তারা। মন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে নেবেন বলে আশ্বাস দেন।

সভায় অন্যদের মধ্যে সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের প্রমুখ।

আরও পড়ুন:

জেবি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়