• ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
logo

পাবনায় মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত অটোর মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

পাবনা উত্তর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ জানুয়ারি ২০২৫, ১৮:১৯
পাবনায় মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত অটোর মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
ছবি : আরটিভি

পাবনার কাশিনাথপুরে মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত অটোর মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত হয়েছেন।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে কাশিনাথপুর ফুলবাগান মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহী পাবনার আমিনপুর থানাধীন বসন্তপুর গ্রামের মো. ইকবালের ছেলে মো. জামিল (২৫)। পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা অন্যজনের পরিচয় জানা যায়নি।

জানা যায়, ২০ জানুয়ারী সোমবার দুপুরে পাবনা জেলার আমিনপুর থানাধীন কাশিনাথপুর ফুলবাগান মোড়ে একটি ইঞ্জিনচালিত অটোর সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলে থাকা ৩ জনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পাবনা সদর হাসপাতালে নেওয়ার সময় মোটরসাইকেল আরোহী মো. জামিল (২৫) নিহত হন। নিহত অপরজন পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত তৃতীয় জন পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আলমগীর হোসেন বলেন, ‘দুর্ঘটনায় জড়িত ইঞ্জিনচালিত অটো জব্দ ও চালককে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাছুর দেওয়ার কথা বলে ফটোসেশন, খিচুড়ি খাইয়ে বিদায়!
সুচিত্রা সেনের ১১তম প্রয়াণ দিবস পালন
ঘোরাফেরা করতে দেখে পুলিশে খবর, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত