ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষার হলে ছেলে 

আরটিভি নিউজ 

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ , ০৭:০০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুর শোক বুকে চেপে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে খাইরুল বেপারী নামের এক শিক্ষার্থী।

বিজ্ঞাপন

বুধবার (২৩ এপ্রিল) সকালে বাবার মরদেহ বাড়িতে রেখেই সে পরীক্ষা কেন্দ্রে যায়।

খাইরুল বরগুনার বেতাগী উপজেলার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী। তার বাবার নাম আমজেদ বেপারী।

বিজ্ঞাপন

পরিবার সূত্রে জানা যায়, আমজেদ বেপারী (৬৩) বুধবার রাত ৩টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। কিছুক্ষণের মধ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

আরও পড়ুন

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আমজেদ বেপারী দিনমজুর ছিলেন। তিনি দিনমজুরের কাজ করে উপার্জিত অর্থ দিয়ে সন্তানদের পড়ালেখার খরচ বহন করতেন। তার বাবার মৃত্যুতে পরিবার অসহায়ত্বের মধ্যে পড়েছে। আজ বুধবার সকালে বাবার মরদেহ বাড়িতে রেখেই খাইরুল তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ে পরীক্ষা দিতে যায় বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। 

পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান বলেন, মৃত্যুর খবর শুনে আমি খাইরুলের বাড়িতে যাই। তাকে মানসিকভাবে সান্ত্বনা দিই। পরে সে সাহস নিয়ে পরীক্ষায় অংশ নেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি মো. বশির গাজী গণমাধ্যমকে বলেন, মৃত্যুর খবর আমরা পেয়েছি। সে যেন সব কটি পরীক্ষায় অংশ নিতে পারে এবং ভালোভাবে পরীক্ষা দিতে পারে, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে খোঁজ-খবর রাখা হবে।

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |