• ঢাকা শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১
logo

স্বাধীনতা জাদুঘরের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

ভোলা প্রতিনিধি

  ২৫ জানুয়ারি ২০১৮, ১৫:৪০

মুক্তিযুদ্ধের ধারাবাহিকতার ইতিহাস সংরক্ষণ ও তুলে ধরার লক্ষ্যে নির্মিত ভোলার বাংলাবাজারে স্বাধীনতা জাদুঘর উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

বৃহস্পতিবার দুপুরে উদ্বোধনের পর তিনি জাদুঘর ও মুক্তিযুদ্ধের দুর্লভ প্রামাণ্যচিত্র পরিদর্শন করেন।

এসময় তার সঙ্গে ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল আসলাম জ্যাকব, নুরুন্নবি চৌধুরী শাওন এমপি, আলী আজম মুকুল এমপিসহ অন্যরা।

জাদুঘরটিতে একদিকে রয়েছে গবেষণাগার এবং অপরদিকে ডিজিটাল ডিসপ্লেতে রয়েছে ব্রিটিশবিরোধী আন্দোলনের তথ্য। এ জাদুঘরে ভাষা অন্দোলন থেকে স্বাধীনতা আন্দোলনের ধারাবাহিকতা দেখতে ও জানতে পারবে নতুন প্রজন্ম।

এছাড়া সেখানে একটি অংশে বাঙালির লোকজ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়েছে।

প্রখ্যাত ইতিহাসবিদ ড. মুনতাসীর মামুনসহ বেশ কয়েকজন গবেষকের নিরলস পরিশ্রমে জাদুঘরটি অন্যতম সংগ্রহশালায় পরিণত হয়েছে।

বাণিজ্যমন্ত্রীর মায়ের নামে বাংলাবাজারে প্রতিষ্ঠিত ফাতেমা খানম কমপ্লেক্সে তিন বছর আগে জাদুঘরটির নির্মাণ কাজ শুরু হয়। এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার দুইদিনের সফরে রাষ্ট্রপতি ভোলায় আসেন।

আরও পড়ুন

জেবি/জেইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চরফ্যাশনে নিখোঁজের দুদিন পর মিলল শিশুর মরদেহ 
লেবু বাগানে মিলল শিশুর মরদেহ
ভোলায় বয়লার বিস্ফোরণে নিহত ১
ভোলায় মোটরসাইকেল-নসিমনের সংঘর্ষে নিহত ২