বেতন চান গাইবান্ধার প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা
প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে স্বীকৃতি, সরকারি সুযোগ-সুবিধাসহ শতভাগ বেতন দেয়ার দাবিতে গাইবান্ধা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা গাইবান্ধায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জেলা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
গাইবান্ধা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় শিক্ষক-কর্মচারী ঐক্য ফেডারেশনের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গাইবান্ধা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় শিক্ষক-কর্মচারী ঐক্য ফেডারেশনের আহ্বায়ক মোছা. জাহানারা বেগম, যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম, এম এ আউয়াল কবীর, প্রধান শিক্ষক আদুরী খানম, রত্না জাহান, সহকারী শিক্ষক আব্দুল হামিদ, শরিফুল ইসলাম, আব্দুর রশিদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, যারা একসময় পরিবারের বোঝা ছিল এখন সেই প্রতিবন্ধীদের একটু একটু করে আমরা দেশের সম্পদে পরিণত করেছি।
গাইবান্ধার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়গুলোর কল্যাণে প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদের অনেক উন্নয়ন হচ্ছে। কিন্তু কেবল আমাদেরই কোনো উন্নয়ন হয়নি। কোনো প্রকার বেতন-ভাতা পাই না। আর তাই এই বিদ্যালয়গুলোকে স্বীকৃতিসহ শিক্ষক-কর্মচারীদের শতভাগ বেতন দিতে হবে।
পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান। সেখানে জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের হাতে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি তুলে দেন।
প্রসঙ্গত, গাইবান্ধায় ২০১৫ সাল থেকে ১১৬টি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় স্থাপিত হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে এসব বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা কোনো প্রকার সরকারি সুযোগ-সুবিধা ও বেতন-ভাতা পায়নি।
আরও পড়ুন
জেবি/জেএইচ
মন্তব্য করুন