• ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

কদম রসুল দরগা জিয়ারত করলেন মেয়র আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ২৫ জানুয়ারি ২০১৮, ১৯:৫১

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী নবীগঞ্জ কদমরসুল দরগা জিয়ারত করেছেন।

বৃহস্পতিবার বিকেলে কদম রসুল দরগা জিয়ারত করেন তিনি।

গেলো মঙ্গলবার রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পর এই প্রথম বাড়ি থেকে বের হন তিনি। আজ বৃহস্পতিবার বিকেল চারটায় নগরীর দেওভোগ পৈতৃক বাড়ি থেকে বের হয়ে বন্দর সেন্ট্রাল খেয়াঘাট দিয়ে শীতলক্ষ্যা নদী পার হয়ে কদম রসুল দরগায় যান মেয়র।

এসময় তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, জেলা আওয়ামী লীগ নেত্রী রানু খন্দকারসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী।

এসময় আইভী সেখানে বেশ কিছু সময় কাটান। পরে তিনি আবার দেওভোগের বাড়িতে ফিরে যান।

মেয়র আইভীর ছোট ভাই আহাম্মদ আলী রেজা রিপন জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেয়র ল্যাব এইড হাসপাতাল থেকে এসে বাড়িতে বিশ্রামে ছিলেন। বিকেলে কদম রসুল দরগা জিয়ারত করতে যান।

আরও পড়ুন

জেবি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওয়াসার তাকসিম ও সাবেক নাসিক মেয়র আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
আইভীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা
শামীম ওসমান-আইভীর বিরুদ্ধে আরও এক হত্যা মামলা
আইভী ও সাবেক দুই এমপির দুর্নীতি অনুসন্ধানে দুদক